মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

  16-12-2019 03:33PM

পিএনএস ডেস্ক : যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম। পরে হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও কাউন্সিলর (শ্রম) মো: হেদায়েতুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় হাইকমিশন প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের উদ্দেশে একে একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করেন ডেপুটি হাই কমিশনার ওয়াহিদা আহমেদ, কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, মো. মশিউর রহমান তালুকদার, মো. রাজিবুল আহসান।

এসময় ডিফেন্স অ্যাডভাইজার কমোডর মোশতাক আহমেদ, প্রথম সচিব কাউন্সিলর মো. মাসুদ আহমেদ, প্রথম সচিব পলিটিকাল রুহুল আমিনসহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লাল-সবুজ পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বিজয় দিবস পালনের জন্য দূতাবাস প্রাঙ্গণে ভিড় জমান দূর-দূরান্ত থেকে ছুটে আসা কয়েকশ' প্রবাসী বাংলাদেশি। এ সময় পুরো হাইকমিশন চত্বর প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন