এবার পেছাল বই মেলার তারিখ

  19-01-2020 06:33PM

পিএনএস ডেস্ক : ২ ফেব্রুয়ারি শুরু হবে এবারের অমর একুশে গ্রন্থমেলা। সাধারণত ১ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে থাকে গ্রন্থমেলা। তবে এবার ঢাকা দুই সিটির নির্বাচন থাকায় পেছানো হয়েছে বইমেলার তারিখ।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, নির্বাচনের কারণে এক ফেব্রুয়ারির পরিবর্তে ২ তারিখে বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, এর আগে পূজার কারণে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচনের তারিখ ৩০ জানুয়ারির বদলে পহেলা ফেব্রুয়ারি ২০২০ নির্ধারণ করা হয়েছে।

আর ভোটের কারণে পেছানো হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১ ফেব্রুয়ারি শুরু হবার কথা থাকলেও পরীক্ষার তারিখ পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন