আইইডিসিআর নয়, করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করবে এমআইএস

  01-04-2020 03:28PM

পিএনএস ডেস্ক: কভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আর ব্রিফিং করবে না সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। করোনাভাইরাস নিয়ে এখন থেকে ব্রিফিং করবে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার (এমআইএস)।

বুধবার দুপুরে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন থেকে আমরা আর ব্রিফিং করব না।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের শরীরে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন