করোনা: বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ইতালি

  07-07-2020 06:30PM

পিএনএস ডেস্ক : ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স দেশটির স্বাস্থ্য মন্ত্রাণলয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার বাংলাদেশ থেকে ইতালির রাজধানী রোমে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ‘উল্লেখযোগ্য সংখ্যকের’ করোনাভাইরাস পজিটিভ এসেছে।

ফ্লাইট বন্ধের এই সময়ে ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থেকে যাওয়া সবার জন্য নতুন করে সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে কাজ করবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়। পরদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রোমে ফিরে যান ২৫৯ জন প্রবাসী। এরপর গত দুই সপ্তাহে হাজারখানেকের মতো প্রবাসী বিমানের বিশেষ ফ্লাইটে ইতালি ফিরে গেছেন।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন