দেশে করোনাভাইরাসে দুই মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

  01-08-2020 04:57PM

পিএনএস ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যু সংখ্যা অনেক কমেছে। এই সময়ে মাত্র ২১ জনের প্রাণ হারিয়েছেন, যা গত দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। অথচ দুদিন আগেই চব্বিশ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ৪৮ জন।

কভিড-১৯ নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সারা দেশ থেকে মাত্র ২১ জনের মৃত্যুর খবর এসেছে।

এর আগে দেশে সর্বনিম্ন প্রাণহানির সংখ্যা ছিল ২৮ মে, ১৫ জন।

চব্বিশ ঘণ্টায় কুড়ি জনের বেশি মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৩২ জনে।

এদিকে, চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে মাত্র ৮ হাজার ৮০২টি, যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।

টেস্ট কমায় সংক্রমণ শনাক্তও কমেছে, ২ হাজার ১৯৯ জন, যা ৩০ মে’র পর সবচেয়ে কম।

নতুন আক্রান্ত নিয়ে দেশে সরকারি হিসেবে মোট করোনারোগী দাঁড়িয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন। এর মধ্যে ১ হাজার ১১৭ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জন।

সুস্থ ও মৃত্যু বাদ দিলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী আছে ১ লাখের কিছু বেশি।

সবশেষ তথ্যানুযায়ী দেশে করোনার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪.৯৮ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩ শতাংশ এবং সুস্থতার হার ৫৬.৮১ শতাংশ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন