জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ডিসি ইলিয়াস হোসেন

  10-08-2020 04:47PM

পিএনএস ডেস্ক : জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা অনুযায়ী শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসন মোহাম্মদ ইলিয়াস হোসেন। আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ।

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে ২০১৮ সালের ৬ মার্চ দায়িত্ব দেন ইলিয়াস হোসেন। এরপর তিনি কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসতি সরিয়ে নেওয়া, ডিজিটাল অস্ত্রের লাইসেন্স ১৭টি লাইসেন্স সরবরাহ করাসহ নানাভাবে ইতিবাচক ভূমিকা রাখেন। এসব কারণে তিনি ২০১৯ সালে জনপ্রশাসন পদক লাভ করেন। এবার তিনি শুদ্ধাচার পুরস্কার পেলেন।

তার সঙ্গে পুরস্কার গ্রহণ করেন আরো দুজন। তারা হলেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এবং উন্নয়ন শাখার উচ্চমান সহকারী নেপাল কান্তি দাশ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন