পিএনএস ডেস্ক: দেশে মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসটিতে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৭৬৩ জনে। এছাড়া এ সময়ের মধ্যে আরও ৩ হাজার ৫৬৭ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন।
বুধবার (২৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে দেশে করোনার পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৯১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে ওই বছরের ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়। বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরের ১১ মার্চ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।
পিএনএস/এএ
গত ২৪ ঘণ্টায় করোনায় ২৫ মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৫৬৭
24-03-2021 04:39PM