রাজধানীতে মুষলধারে বৃষ্টি

  03-05-2024 01:32AM

পিএনএস ডেস্ক : টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৃষ্টি হয়।

এরপর রাত পৌনে ১২টায় মিরপুর, বারিধারা, যমুনা ফিউচার পার্ক এলাকায় ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি নামে। ৪০ মিনিট ধরে মুষলধারে বৃষ্টি হয়। এই সময় ঝড়ো বাতাসের পাশাপাশি মেঘের গর্জনে কম্পিত হয় রাজধানীর মানুষ। ৪০ মিনিটের এই বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হয়ে যায়।

রাত ৯টার দিকে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুরসহ একাধিক এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

এর আগে সন্ধ্যা থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখায় যায়।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন