হরতালের সমর্থনে শাহবাগ অবরোধ

  07-07-2019 12:18PM


পিএনএস ডেস্ক: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার রাজধানীসহ সারাদেশে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।

হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক দলের ডাকা আধাবেলা হরতালের সমর্থনে সকালে রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল ও পিকেটিং করেছে দলের নেতাকর্মীরা।

হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। অপরদিকে পূর্ণ সমর্থন দিয়েছে গণফোরাম, নাগরিক ঐক্য, বাংলাদেশ ন্যাপ, গণতান্ত্রিক বাম ঐক্য এবং ক্ষেতমজুর সমিতি।

হরতাল সফল করতে গতকাল জাতীয় প্রেস ক্লাব থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত অনুষ্ঠিত পদযাত্রায় বাম জোটের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ হরতাল পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন