ক্রিকেটারদের ধর্মঘটে জাতীয় পার্টি চেয়ারম্যানের উদ্বেগ

  23-10-2019 07:30PM

পিএনএস ডেস্ক : সম্মানী বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্রিকেটারদের যৌক্তিক সব দাবি বিবেচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ক্রিকেটাররা আমাদের ঐক্যের প্রতীক। তাদের সব চাওয়া-পাওয়ার প্রতি সহানুভূতিশীল থাকতে হবে।

তিনি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। বিকেএসপি থেকেই এখন তরুণ খেলোয়াড় পাচ্ছে জাতীয় ক্রিকেট দল।

পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট খেলোয়াড়রা বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নেবে এমন আশাবাদ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন