পিএনএস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে শুক্রবার পুলিশ-হেফাজত সংঘর্ষে কয়েকজন নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার দুপুর ১২টার দিকে ল্যাবএইডের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে এলিফ্যান্ট রোডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা সাইন্সল্যাব মোড়ে এসে ৮ থেকে ১০টি গাড়ি ভাঙচুর করে।
মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, সহসভাপতি মোক্তাদির হোসেন তরু, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক সাফায়েত রাব্বি আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহবায়ক আকতার এবং সদস্য সচিব আমান উল্লাহ প্রমুখ।
এদিকে, রাজধানীর দোলাইখাল এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল যৌথভাবে বিক্ষোভ মিছিল করে।
পিএনএস/আনোয়ার
রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ
27-03-2021 03:50PM