তামিমদের পারফরম্যান্সে বিস্মিত হাথুরুসিংহে

  12-02-2018 05:31AM

পিএনএস ডেস্ক: শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় সিরিজের ট্রফি হাতছাড়া হরার পর টেস্ট সিরিজও খুঁইয়েছে স্বাগতিক বাংলাদেশ। অথচ চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকা অবস্থায় বাংলাদেশ দল ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকেও হারিয়েছে। আর তাই টাইগারদের এমন হতাশ করা পারফরম্যান্সে বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন লঙ্কান কোচ ।

ঢাকা টেস্টে বাংলাদেশের এমন পারফরম্যান্স, এমন অসহায় আত্মসমর্পণে অবাক হাথুরুসিংহে নিজেই। এতটা বাজে পারফরম্যান্স অতীত শিষ্যদের কাছ থেকে আশা করেননি তিনি

এ প্রসঙ্গে লঙ্কান কোচ বলেন,‘ যেভাবে তারা ব্যর্থ হয়েছে, সেটি আমিও প্রত্যাশা করিনি। তারা এর চেয়ে ভালো ব্যাটিং করতে পারত। এই উইকেটে ৩০০ রান প্রত্যাশা করতে পারেননি। তবে প্রথম দিন ২৪০ ভালো স্কোর। আমরা করতে পেরেছে ২২০ (২২২), কিছুটা কম হয়েছে। তবে ভাবতে পারিনি তারা প্রথম ইনিংসে ১১০ রানে গুটিয়ে যাবে।’

ভারত সফরে টানা ব্যর্থতার ধকল নিয়ে বাংলাদেশে এসেছিল শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের শুরুটাও তারা ভালো করতে পারেনি। হাথুরু কী এমন মন্ত্র পড়ে দিলেন, রাতারাতি বদলে গেল শ্রীলঙ্কা? জিতে নিলে টানা দুটি সিরিজ? এমন ধরণের প্রশ্ন শুনে হাথুরুর মুখে হাসি ঝিলিক।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাকে সব সময়ই ভালোভাবে তৈরি হতে হবে। দলের শক্তিমত্তা আপনাকে বুঝতে হবে। নিজের শক্তি বুঝেই পরিকল্পনা ও কৌশল সাজতে হবে। আপনি যদি ভালোভাবে তৈরি থাকেন ও নিজের শক্তি অনুযায়ী ভালো পরিকল্পনা থাকে, বলছি না সব জায়গায় সফল হতে পারবেন। তবে সব জায়গায় ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হতে পারবেন।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। আর ঢাকা টেস্টের উইকেট বানানো হয়েছিল স্পিন-বান্ধাব। অথচ শ্রীলঙ্কার স্পিন বিভাগ শক্তিশালী জেনেও স্পিনিং উইকেট খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দলের এই সিদ্ধান্তে একটুও অবাক হননি হাথুরুসিংহে। বিগত দিনে এমন উইকেটে খেলেই বাংলাদেশ সাফল্যেরও দেখা পেয়েছিল বলে জানান তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন