বিতর্কের সমাধানে ওজিলদের সঙ্গে জার্মান প্রেসিডেন্টের সাক্ষাৎ

  21-05-2018 12:30AM

পিএনএস ডেস্ক: কয়েকদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের জার্সির উপহার দিয়েছিলেন জার্মান তারকা ফুটবলার গুন্দোগান এবং ওজিল। আর সেটি নিয়েই বাঁধে বিপত্তি। বিতর্কিত সাক্ষাৎ নিয়ে বিতর্কের অবসান ঘটাতে জার্মান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন ওজিল ও গুন্দোগান।

গত ১৩মে লন্ডনে তুর্কি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তুরস্ক বংশোদ্ভূত এই দুই জার্মান। কিন্তু মূল ঝামেলা শুরু জার্সি প্রদান নিয়ে। ওজিল এবং গুন্দোগান দু’জনই তাদের নিজ নিজ ক্লাবের জার্সি উপহার দেয় তুরস্ক রাষ্ট্রপতি এরদোগানকে। তবে গুন্দোগান যে জার্সিটি উপহার দেয় তাতে লেখা ছিল ‘সম্মানের সঙ্গে আমার প্রিয় রাষ্ট্রপতির জন্য।’ সেখান থেকেই মূলত মূল বিতর্কের শুরু। জার্মান নাগরিক হয়েও মাতৃভূমির প্রেসিডেন্টের সঙ্গে এরকম সক্ষতা মোটেও স্বাভাবিকভাবে নেয়নি জার্মান সমর্থকেরা।

সামনের ২৪জুন তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচন। অনেকে তাই গুন্দোগান, ওজিলের এই সাক্ষাৎকে অনেকটা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বলে বিতর্কের আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে। ১৫মে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেল নিজেই এটাকে নিজেদের মাঝে ভুল বোঝাবুঝি হিসেবে আখ্যায়িত করেছেন। সঙ্গে আরও বলেছেন এ দু’জন জার্মান তরুণদের জন্য আদর্শ।

বিতর্কের সমাপ্তি ঘটাতে দু’জনই সঙ্গে সঙ্গে জার্মান ফুটবল কোচ জোয়াকিম লো’র সঙ্গে দেখা করেন। সেখানেই লো তাদের রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার যে তাদের দেখা করতে চায় তা বলেন। বৈঠকের পর ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের একটি ছবি শেয়ার করে বলেন, ‘ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে তাদের সাথে এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

জার্মান ফুটবল ফেডারেশনের সভাপতি পরে এক বিবৃতিতে প্রকাশ করে যে, ‘তারা কোন রাজনৈতিক বার্তা প্রদান করতে সেখানে উপস্থিত ছিলেন না। তারা মাঠে ও মাঠের বাহিরে আমাদের (জার্মান) মর্যাদার জন্য লড়ে বেড়ায়।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন