‘রাশিয়ান ফুটবল দল ডোপিং মুক্ত’

  25-05-2018 03:40AM



পিএনএস ডেস্ক: ফিফা জানিয়েছে ডোপিং নিয়ে সংশয় মুক্ত রাশিয়ার ফুটবল দল। রাশিয়ানদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ক্রীড়াঙ্গনের দুর্নীতি দমন সংস্থা ওয়াডাও জানিয়েছে, ফিফার সঙ্গে তারা একমত।

রুশ ফুটবলারদের বিরুদ্ধে সব তদন্ত বন্ধ করে দিয়েছে সংস্থাটি। বিশ্বকাপ খেলা নিয়ে কোনো সংশয় নেই রাশিয়ান ফুটবলারদের।

খেলোয়াড়দের ডোপিং থেকে দূরে রাখতে আগেই বেশকিছু ব্যবস্থা নিয়েছিল রাশিয়ান ফুটবল ফেডারেশন। ফুটবলারদের বলা হয়েছিল, রাশিয়ান এক্সোটিক টি’ না খেতে। খেলেই ডোপ টেস্টে ধরা পড়ার সম্ভাবনা।

এমনকি বিদেশে তৈরি কোনো ওষুধ, ভিটামিন ট্যাবলেট কিংবা ক্যাপসুল না খাওয়ারও পরামর্শ দিয়েছিল রুশ ফুটবল ইউনিয়ন।

সিরিজ টুইট বার্তায় সংস্থাটি লাতিন আমেরিকার মাংস নিয়েও ফুটবলারদের সতর্ক করে। অলিম্পিকে ডোপিংয়ে জড়িয়ে রুশ অ্যাথলেটদের করুণ পরিণতির কথা চিন্তা করেই এ সতর্কতা বলে ধারণা অনেকের।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন