রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিলেন রোনালদো

  10-07-2018 11:40PM

পিএনএস ডেস্ক :দীর্ঘ নয় বছরের সম্পর্ক ছিন্ন করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিলেন তিনি। তার জুভেন্টাসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদও।

কথা আটকে ছিল ১০০ মিলিয়ন ইউরোয়, তবে শেষ পর্যন্ত ৫ মিলিয়ন বাড়িয়ে অর্থাৎ, ১০৫ মিলিয়ন ইউরোতে চুক্তি পাকাপাকি করেছে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। চুক্তিটা ২০২২ সাল পর্যন্ত। এই চার বছরে বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরো করে বেতন ধরা হয়েছে সিআর সেভেনের। সঙ্গে আনুষাঙ্গিক সুযোগ সুবিধা তো থাকছেই।

পর্তুগালের বিদায়ের পর গ্রিসে নিজের প্রেমিকা এবং সন্তানের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন রোনালদো। সেখানেই হঠাৎ করে আজ রোনালদোর সঙ্গে জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রে আগনেলির দেখা করার ঘোষণা আসে। দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের পর অবশেষে তার রিয়াল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন