গোল্ডেন বল পেলেন মদরিচ আর গোল্ডেন গ্লোভ কোর্তোয়া

  16-07-2018 02:30AM

পিএনএস ডেস্ক: ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। দুইটি গোলের পাশাপাশি তার নামের পাশে একটি অ্যাসিস্ট রয়েছে। দারুণ পারফরম্যান্স করার পুরস্কারও পেয়েছন তিনি। তিনি পেয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। অর্থাৎ, গোল্ডেন বল উঠেছে তার হাতে।

অন্যদিকে, বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াও অসাধারণ খেলেছেন। তিনি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন। অর্থাৎ, গোল্ডেন গ্লোভ পুরস্কার জিতেছেন তিনি। তার দল তৃতীয় অবস্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে।

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ক্রোয়েশিয়া। রানার্স আপ হয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। রবিবার ফাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে তারা ২-৪ গোলে হেরে গেছে। আর বেলজিয়াম ফাইনালে না উঠতে পারলেও বিশ্বকাপে এবারই তারা সেরা অর্জন নিয়ে দেশে ফিরেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন