সাংবাদিকদের খাবার নিয়ে যা বললেন পাপন

  15-12-2019 11:32AM

পিএনএস ডেস্ক: ‘প্যাকেটে যদি অনেকক্ষণ খাবার থাকে, তখন সমস্যা হয়। এটা ওরা ১২ টার মধ্যে পৌঁছে দেয়। কেউ যদি ৩-৪টার দিকে খেতে যায়, এখানে সমস্যা হতেই পারে। তাৎক্ষণিকভাবে ওই জায়গাটা (খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠান) বদল করতে বলা হয়েছে।’

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের খাদ্য বিষক্রিয়ার কারণ ব্যাখ্যা দিয়েছেন এভাবে।

ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেটির ব্যাপারে পাপনের পরামর্শ, ‘সময় নির্ধারণ করে দেওয়া হবে। খাবার তো আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। সময় থাকবে ১টা থেকে ৩টা পর্যন্ত বা সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত। এর মধ্যেই আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করব। আমরা বৈষম্য করতে চাই না। প্রেসিডেন্ট বক্সে ঢাকা ক্লাব থেকে খাবার আসে। ওখানেও আসবে এবং আমরা বলেছি বুফে সার্ভ করতে।’

উল্লেখ্য, চলমান বিপিএলে প্রেসবক্সের ডাইনিংয়ে খাবার পরিবেশনা করছে ‘সেভেনহিল’ নামের একটি রেস্তরাঁ। গত তিন দিনে এ খাবার খেয়ে বিষক্রিয়াজনিত সমস্যায় অসুস্থ হয়েছেন অন্তত ২০ সাংবাদিক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন