পিএনএস ডেস্ক : জন্ম নারায়নগঞ্জে হলেও সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেড়ে ওঠা দেশের বাইরে; যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে স্বামীকে সঙ্গ দিতে দলের সাথেই থেকেছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে।
বিশ্বকাপ শেষে দেশে ফিরেছিলেন বাকি দলের চেয়ে একদিন আগে। সাথে ছিলেন সাকিবও। এবার দেশে ফেরার তিনদিন পর চলে গেলেন যুক্তরাষ্ট্রে। লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে পৌঁছে এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানান – ‘আমি এখন হলিউডে!’
পিএনএস/সামির/শাহাদাৎ
সাকিবের স্ত্রী শিশির এখন হলিউডে!(ছবিসহ)
25-03-2015 07:45PM