পিএনএসঃ সম্পূর্ণ নতুন ধরনের এক লিথিয়াম আয়ন ব্যাটারি উদ্ভাবন করেছেন গবেষকেরা। এটির চার্জ হতে সময় লাগবে মাত্র ২০ মিনিট আর চার্জ থাকবে ২০ বছর।
একদম খালি অবস্থা থেকে চার্জ দিতে শুরু করলে প্রথম দুই মিনিটেই ৭০% চার্জ হবে এই ব্যাটারিতে। বর্তমানে আমাদের মোবাইল ফোন এবং ট্যাবে ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারিতে রয়েছে ৫০০ রিচার্জ সাইকেল। ফলে দুই বছরের মাথায় এটি অকেজ হয়ে যায়। আর এসকল ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ দিতে সময় লাগে কমবেশি দুই ঘণ্টা।
তবে নতুন উদ্ভাবিত এই ব্যাটারির রিচার্জ সাইকেল ১০,০০০। আর এটি সম্ভব হয়েছে ব্যাটারি অ্যানোডে গ্রাফাইট ব্যবহারের পরিবর্তে টাইটেনিয়াম ডাইঅক্সাইড জেল ব্যবহারের ফলে। এই জেল ব্যাটারিতে দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটায় যার ফলে ব্যাটারি চার্জ হতে সময় লাগে কম। আর একইসাথে বৃদ্ধি করে ব্যাটারির লাইফটাইম।
পিএনএস/সাইয়িদুজ্জামান/শাবী
ব্যাটারি চলবে ২০ বছর, চার্জ হবে ২০ মিনিটে
15-10-2014 04:50PM