মঙ্গলের পথে আরও এক ধাপ

  07-12-2014 05:10PM

পিএনএস ডেস্ক : মানুষ চাঁদ জয় করেছে অনেক আগে। চাঁদ জয়ের পরথেকেই স্বপ্ন দেখা শুরু মঙ্গল জয়ের। কিন্তু দীর্ঘ গবেষণা ও প্রতীক্ষার পরেও আজ অবধি মানুষ মঙ্গল জয় করতে পারেনি। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে শুক্রবার আরও একধাপ এগিয়ে গেলো নাসা। বাংলা অনলাইন পত্রিকা পিএনএস নিউজ আপনাদের জন্য সেই খবরই পরিবেশণ করছে।
নাসা ২০২১ সালে মঙ্গলে নভোচারী প্রেরণের টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছে। তারই প্রতিফলন হিসেবে তারা ওরিয়ন উপগ্রহ ডিজাইন করেছে এবং তার উন্নয়ন করে যাচ্ছে।
শুক্রবার এই ওরিয়ন সফল ভাবে পৃথিবীর কক্ষপথে গিয়ে আবার ফিরে এসেছে। এর মাধ্যমে ওরিয়নের পৃথিবীর নিকটবর্তি কক্ষপথের পরীক্ষা সফলভাবে সমাপ্তি হল। এখন নাসা আরও দুরের বড় ধরণের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
এই পরীক্ষা সফল ভাবে সমাপ্ত হবার ফলে ২০২১ সালে মানুষের মঙ্গল জয়ের পথে নাসা আরো একধাপ এগিয়ে গেলো।

সুত্রঃ সিএনএন


পিএনএস/সাইয়িদুজ্জামান/শাবী

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন