কম দামি স্মার্টফোন বাজারে আনছে মজিলা

  29-08-2014 06:07PM

পিএনএসঃ মজিলা ফায়ারফক্স অপারেটিং সিস্টেম চালিত কম দামি স্মার্টফোন বাজারে এসেছে। ভারতে নতুন এ স্মার্টফোন বিক্রি শুরু হয়েছে। জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স নির্মাতা প্রতিষ্ঠান মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স ওএস চালিত এ স্মার্টফোন পাওয়া যাচ্ছে এক হাজার ৯৯৯ রুপিতে। দ্য ইন্টেক্স ক্লাউড এফএক্সের এ স্মার্টফোন এশিয়ার মধ্যে সবচেয়ে কম দামি স্মার্টফোন। এক বিবৃতিতে মজিলা জানিয়েছে, এশিয়ায় কম দামে উন্নত সুবিধার স্মার্টফোন ব্যবহারকারীদের হাতে পৌঁছাতেই মজিলার এমন উদ্যোগ। মজিলার প্রেসিডেন্ট লিং গং জানান, ‘এশিয়া এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে আশা করছি, এ স্মার্টফোনটি জনপ্রিয়তা পাবে।’ এ ফোনে থাকছে ৪ গিগাবাইট জায়গা, ব্লুটুথ, ওয়াই-ফাই ও দুই সিম ব্যবহারের সুবিধা। ভারতের পাশাপাশি খুব শিগগির বাংলাদেশেও ফায়ারফক্স ওএস চালিত স্মার্টফোন বাজারে আসবে বলে জানা গেছে। ভারতে দ্বিতীয় প্রজন্মের টুজি সুবিধার ফোন এলেও বাংলাদেশে আসছে থ্রিজি সুবিধার স্মার্টফোন। সে ক্ষেত্রে বাংলাদেশে দামের কিছুটা তারতম্য হতে পারে। সম্পূর্ণ বাংলা ভাষায় ব্যবহারের সুবিধাসহ বিল্ট-ইন বাংলা কি-বোর্ডযুক্ত এ স্মার্টফোনের দামও কম হবে বলে জানা গেছে। -বিবিসি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন