পিএনএসঃ উইন্ডোজ স্টোর থেকে ভুয়া অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলছে মাইক্রোসফট। এই অ্যাপ স্টোর থেকে এক হাজার ৫০০টিরও বেশি ভুয়া অ্যাপ সরিয়ে ফেলে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেবে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফটের টড ব্রিকস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, উইন্ডোজ অ্যাপ স্টোরে কিছুটা পরিবর্তন আনছে মাইক্রোসফট। উইন্ডোজ অ্যাপ হিসেবে অনুমতি পেতে গেলে যে শর্তগুলো পূরণ করতে হবে তা পরিবর্তন করা হচ্ছে। এতে ভুয়া ও ছদ্মবেশী অ্যাপ্লিকেশনগুলো শনাক্ত করা যাবে। অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে ব্যবহারকারী যাতে প্রতারিত না হন তার জন্য এই ব্যবস্থা নিচ্ছে মাইক্রোসফট।
মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে ভুয়া অ্যাপস সরাচ্ছে
29-08-2014 06:20PM