প্যানডোরা গ্রহে সবাই আসে একগাদা লোভ নিয়ে। যাতে করে অনেকেই ফিরে যায় তাদের ঝুলিতে মূল্যবান খনিজ নিয়ে। কিন্তু বেশি লোভ করতে গিয়ে দ্বীপে আটকা পড়ে যায় কিছু ভিনগ্রহের প্রাণী। যারা একসময় আত্মপ্রকাশ করে দুর্বৃত্ত হিসেবে। আর গ্রহে আসা নতুনদের শিকার করাই তাদের মূল লক্ষ্য হয়ে ওঠে। এই মধ্যে গুজব রটে প্যানডোরাতে এক ভল্ট রয়েছে, যাতে রয়েছে ধনী হওয়ার সব উপকরণ।গেমারের মূল কাজ হবে ভল্ট খুঁজে পাওয়া। তাকে একে একে সংগ্রহ করতে হবে ভল্টের চারটি চাবি। তার পরই গেমসের আসল মজা। কারণ, ভল্ট থেকে গুপ্তধনের পরিবর্তে বের হয়ে আসবে ডিস্ট্রয়ার নামের এক দানব। অনেক আগে তাকে কিছু ক্ষমতাবান ভিনগ্রহবাসী এ ভল্টে আটক করতে সক্ষম হয়েছিল। গেমারের ভুলের কারণে মুক্ত হয়ে যাওয়া দানবের বিরুদ্ধে লড়তে হবে গেমারকে এবং তাকে হারিয়ে আবার বন্দী করতে হবে ভল্টে। এটাই হলো গেমসের মূল কাহিনি। গেমসে গেমার চারটি চরিত্রের একটি নির্বাচন করে খেলতে পারবে। একেকটা চরিত্র একেকভাবে পারদর্শী। আর চলার পথে সাহায্য করার জন্য পাবে বেশ কিছু সুহৃদ বন্ধু আর অস্ত্র ও গোলাবারুদ। আর এর গ্রাফিকস এতটাই ঝকঝকে যে গেমসটি খেলার সময় তার মাঝে হারিয়ে যাওয়া যাবে নিবিড়ভাবে, কারণ, মনে হবে যেন আপনি নিজেই গেমসটির চরিত্র। আর এর ব্যাকগ্রাউন্ডে অ্যাকশন মুভির থ্রিলিং সাউন্ড যোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে গেমসটি খেলার জন্য খুবই আন্দদায়ক।
যা যা প্রয়োজন
প্রসেসর: পেন্টিয়াম ৪, ২.৪ গিগা হার্জ
র্যাম: ১ গিগাবাইট।
ভিডিওকার্ড: ২৫৬ মেগাবাইট থ্রিডি গ্রাফিকস কার্ড, ডাইরেক্ট এক্স ৯.০ সাপোর্টেড
হার্ডডিস্ক ১০ গিগাবাইট খালি জায়গা।
বর্ডার ল্যান্ডসে দানবের সঙ্গে লড়াই করুণ
31-08-2014 06:35PM