কম্পিউটারের ফোল্ডারের রং ও ধরণ সবই একরকম। এই ডিজাইন অনেকেই প্রথম থেকে দেখে আসছেন। অনেক সময় আমরা বিভিন্ন ভাবে ফোল্ডারের ডিজাইন পরিবর্তন করার চেষ্টা করি। আচ্ছা কখনো কি ফোল্ডারের রং পরিবর্তনের চেষ্টা করেছেন? সবসময় তো হলুদ রংয়ের ফোল্ডার দেখছেন। কিন্তু ছোট্ট একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি পেতে পারেন বহু রংয়ের ফোল্ডার।
প্রথমে নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। তার পরে ইনস্টল করুন। এখন যেকোনো ফোল্ডারে রাইট ক্লিক করুন। দেখবেন “কালারাইজ” অপশন পাবেন। অপশনে ক্লিক করুন এবং আপনার পছন্দের রংটি সিলেক্ট করুন ও আপনার ফোল্ডারের রং পরিবর্তন করুন।
সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।
রংয়ে রংয়ে সাজান আপনার ফোল্ডার
02-09-2014 08:41PM