গেমস খেলা কিংবা মাল্টিমিডিয়া কনটেন্ট দেখার জন্য বাচ্চাদের হাতে নিজের স্মার্টফোনটি অনেক সময়ই দেয়া লাগে। তবে এক্ষেত্রে আপনার পারসোনাল ডাটা এবং বিভিন্ন অ্যাপসের ব্যবহার নিরাপদ রাখার জন্য স্মার্টফোনটির ব্যবহার নিয়ন্ত্রিত করে রাখতে পারেন।
অ্যান্ড্রয়েড ফোনকে যেভাবে নিরাপদ রাখবেন
গুগল প্লে স্টোরে নানা ক্যাটেগরির অ্যাপস রয়েছে। এক্ষেত্রে সব ধরনের অ্যাপস যেন ছোটরা ব্যবহার না করতে পারে সেজন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহাকারীরা প্লে স্টোরের ফিল্টারিং অপশনটি ব্যবহারের করতে পারেন। এজন্য স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে সেটিংস থেকে ইউজার কন্ট্রোলসে গিয়ে কনটেন্ট ফিল্টারিং আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাকটিভ করুন। কনটেন্ট ফিল্টারিংয়ে এভরিওয়ান, লো, হাই প্রভৃতি ক্যাটেগরি রয়েছে। যেমন হাই ক্যাটেগরিতে সেক্সুয়াল জাতীয় অ্যাপসও রয়েছে। সুতরাং সেটিংস পরিবর্তন করার পাশাপাশি চাইলে পাসওয়ার্ডও চালু করতে পারেন, যাতে অন্য কেউ সেটিংস পরিবর্তন না করতে পারে।
এছাড়া প্লে স্টোর থেকে অসাবধনা বশত বাচ্চরা যেন অ্যাপ কিনে না ফেলে, সে ব্যাপারেও পদক্ষেপ নিয়ে রাখতে পারেন। পেইড অ্যাপস কেনা বন্ধ রাখতে পাসওয়ার্ড ব্যবহার করুন। সেটিংস থেকে Require password for purchases অপশনটি পরিবর্তন করে For all purchases অপশনটি পাসওয়ার্ডের জন্য নির্বাচন করুন এবং নিশ্চিন্তে থাকুন।
ব্যবহার করুন অ্যাপ লক
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কনটেন্ট আরো বেশি নিরাপদ রাখতে চাইলে ব্যবহার করতে পারেন অ্যাপ লক। এই অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনের যে কোনো অ্যাপস ডিজঅ্যাবল করে রাখা যাবে। শুধু তাই নয়, ফোনের যে কোনো ফিচার কিংবা অপশনও পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখা যাবে। যেমন ভয়েস কল, ওয়াই-ফাই, ব্লুটুথ, এসএমএস, জিমেইল, ফেসবুক, সেটিংস প্রভৃতি লক করে রাখা যাবে। এছাড়া ফটো এবং ভিডিও লুকিয়ে রাখা যাবে। বিনামূল্যের এই অ্যাপটি ডাউনলোড করা যাবে এখানএখান থেকে।
আইওএসে যা করবেন
আইওএস অপারেটিং সিস্টেম চালিত অ্যাপলের আইফোন, আইপ্যাড ও আইপড টাচ ব্যবহারকারীদের জন্য রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা। সেটিংস থেকে জেনারেল এ গিয়ে রেসটিকশন চালু করে পাসওয়ার্ডের মাধ্যমে বাচ্চাদের ব্যবহার সীমিত রাখা যাবে। যে কোনো সময় ক্যামেরা, আইটিউনস স্টোর, অ্যাপস কেনার ফিচার, অ্যাপস ইনস্টল কিংবা মুছে ফেলা, ওয়েবসাইট ভিজিট, অ্যাকাউন্ট সেটিংস প্রভৃতি পাসওয়ার্ড প্রটেক্টেড রাখতে পারেন, যেগুলো আপনি চান না বাচ্চারা ব্যবহার করুক।
উইন্ডোজ ফোনের ক্ষেত্রে
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের হোমস্ক্রিনে কিডস কর্ণার সুবিধা রয়েছে। হোমস্ক্রিনকে বাম দিকে সোয়াইপ করা হলে অ্যাপস লিস্ট চলে আসবে। এবার সেটিংস থেকে কিডস কর্ণার ফিচারে গিয়ে যেসব অ্যাপস আপনার শিশুরা ব্যবহার করবে, সেগুলো সিলেক্ট করে দিন। পাশাপাশি পাসওয়ার্ডও চালু করে রাখতে পারেন যাতে তা পরিবর্তন করতে না পারে। এতে হোমস্ক্রিন থেকেই কিডস কর্ণারের মাধ্যমে আপনার অনুমোদিত কনটেন্টগুলো ছোটরা ব্যবহার করতে পারবে।
ব্ল্যাকবেরি ১০ এ যেভাবে পাসওয়ার্ড দিবেন
ব্ল্যাকবেরি ১০ স্মার্টফোনেও বিভিন্ন ফাংশনের ব্যবহার সীমাবদ্ধ রাখা যাবে। এজন্য ফোনের সেটিংস মেন্যু থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে প্যারেন্টাল কন্ট্রোল অপশন চালু করে ফোনকল, মেসেজ, ক্যামেরা, ব্রাউজার, ইউটিউবে ভিডিও আপলোড, অ্যাপ কেনা বা অ্যাপ ডিলিট করা প্রভৃতির ব্যবহার পাসওয়ার্ডের মাধ্যমে নিরাপদ রাখুন।