তানোরে স্পট ক্যাম্প ব্যাংকিং পরিসেবা শুরু

  08-11-2018 09:08AM



পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা: ‘গ্রাহকের দোড়গোড়ায় ব্যাংকিং সেবা’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে স্পট ক্যাম্প ব্যাংকিং পরিসেবা শুরু করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তানোর শাখা।

বুধবার তালন্দ বাজারে স্পট ক্যাম্প ব্যাংকিং পরিসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক মো: খাজামুদ্দিন তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক মো: আজিজুল ইসলাম সরকার, তানোর কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমান সরকার প্রমুখ।

অনুষ্ঠানে ১০ টাকায় কৃষক হিসাব খোলা, সিসি/এসএমই ঋণের আবেদন গ্রহণ ও বিতরণ, স্কুল ব্যাংকিং হিসাব খোলা, পুরাতন ঋণ আদায় করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। মোট ঋণ বিতরণ করা হবে ৭ কোটি ১২ লক্ষ টাকা বলে জানান তানোর কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমান সরকার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন