সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচনে আ’লীগ ও অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশী হলেও মাঠে নেই বিএনপি

  20-01-2019 05:06PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : উপজেলা নির্বাচনের তফশীল ঘোষনা না হলেও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের ৮জন ও অন্যান্য দলের ৩জন মনোনয়ন প্রত্যাশী হলেও বিএনপির কোন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে না।

আ’লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা আ’লীগের আহবায়ক টি আই এম মকবুল হোসেন প্রামানিক, যুগ্ন আহবায়ক রেজাউল আলম রেজা, মেহেদী মোস্তফা মাসুম, আশরাফুল ইসলাম লেবু, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান বিপ্লব, জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম, উপজেলা আ’লীগ সদস্য খয়বর হোসেন মওলা ও ইউপি সাবেক চেয়ারম্যান সরদার জহুরুল হক। এছাড়া জাপা (এ) উপজেলা সহ-সভাপতি আনছার আলী সরদার ও আহসান হাবীব খোকন, গণফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম। মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়,উঠান বৈঠক করাসহ স্থানীয় নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলছেন। এদিকে কে পাবেন দলীয় মনোনয়ন তা নিয়ে সাধারন ভোটারদের মাঝে চলছে জল্পনা কল্পনা। এ নির্বাচনে আ’লীগ ও জাতীয় পার্টির সব পদেই প্রার্থীর নাম শোনা গেলেও বিএনপি ও তার শরীক দলের কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না।

গত ১৪ সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মরহুম গোলাম মোস্তফা এমপি উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও দলীয় বিশৃঙ্খলা ও সাংগঠনিক দূর্বলতার কারণে জামায়াত প্রার্থী মাজেদুর রহমান সরকারের নিকট পরাজিত হন। বর্তমানে আওয়ামীলীগ সাংগঠনিক ভাবে এ উপজেলায় শক্ত অবস্থানে থাকায় যিনি নৌকা প্রতীক পাবেন তারই বিজয়ী হবার সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা মনে করেন। নির্বাচন অফিস সূত্রে জানায়, আগামী নির্বাচনে এ উপজেলার ১৫ ইউনিয়ন ও ১ পৌরসভার ৩ লাখ ৩৯ হাজার ১শ ১৪ ভোটার ভোট প্রয়োগ করবেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন