সুন্দরগঞ্জে শিশু শান্তা বাঁচতে চায়!

  18-03-2019 04:51PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা সুন্দরগঞ্জে শিশু শান্তা (৮) গ্যাসের আগুনে দগ্ধ হয়ে ১৫ দিন থেকে হাসপাতালে কাতরাচ্ছে। গরীব ও অসহায় পরিবারের সন্তান শান্তা বেগমের নাভীর নিচ থেকে সামনের সমস্ত অংশ ও দুই পাশ গ্যাসের আগুনে ঝলসে যায়। শান্তা সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধর্মপুর (হাজীপাড়া) গ্রামের কৃষি শ্রমিক আব্দুল খালেকের কন্যা। ৪ সন্তানের মধ্যে সে তৃতীয়। শান্তা উত্তর ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ালেখা করে। কিন্তু অভাব অনটনের সংসার হওয়ায় ৪ সন্তানের ভরণপোষন সামলাতে না পেরে শান্তার মা মমতাজ বেগম তাকে নিয়ে গার্মেন্টেসে চাকুরী করতে ২ মাস আগে ঢাকা চলে যায়। ঢাকায় গার্মেন্টেসের চাকুরী নিয়ে উত্তর বাড্ডা জিএম বাড়িতে রুম ভাড়া নিয়ে শান্তাসহ থাকত সেখানে।

গত ৪ মার্চ সকালে রান্নার সময় অসাবধানতা বশতঃ শান্তার জামায় গ্যাসের আগুন লেগে যায়। মুহূর্তেই পুড়ে যায় তার শরীর। এরপরই হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় গত ৯ মার্চ সেখান থেকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের ১৪ নম্বর বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে। পাশে রয়েছে তার মা মমতাজ বেগম। মমতাজের সাথে কথা বলার সময় কান্না জড়িত কণ্ঠে শান্তা বলেন আমি বাঁচতে চাই। আবার স্কুলে যেতে চাই। সহৃদয় ব্যক্তিরা শান্তার চিকিৎসার্থে তার মা এর বিকাশ নম্বর ০১৭৪০০৪০৫৩৪ তে টাকা পাঠিয়ে শিশুটিকে বাঁচিয়ে তোলার করুণ আহবান জানিয়েছেন মমতাজ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন