সাভারে গরু বোঝাই ট্রলার ডুবে ১০ গরুর মৃত্যু, ব্যাপারীদের আহাজারি

  10-08-2019 08:44PM

পিএনএস ডেস্ক: সাভারে বংশী নদীতে গরু বোঝাই ট্রলারডুবির ঘটনায় ১০ গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাকি গরু নিয়ে ট্রলারের মাঝি ব্যাপারীরা সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হন।

শনিবার দুপুরে সাভারের উলাইল এলাকায় বংশী নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের সিংগাইর থেকে একটি ট্রলারযোগে ৪০টি গরু নিয়ে গাবতলী পশুর হাটে যাচ্ছিলেন কয়েকজন ব্যাপারী। গরু বোঝাই ট্রলারটি বংশী নদীর উলাইল এলাকায় পৌঁছালে সেটি উল্টে পানিতে ডুবে যায়।

এ সময় ৩০ গরু নিয়ে ট্রলারের মাঝি ও ব্যাপারীর সাঁতরে তীরে উঠলেও দশটি গরু পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় একজন মাঝি জানান, গরুবাহী ট্রলারটি হঠাৎ করেই উল্টে গিয়ে বংশী নদীতে ডুবে যায়। এ সময় পানিতে ডুবে ১০টি গরু মারা গেলে পরে সেগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নদীতে ট্রলারডুবির ঘটনায় ১০টি গরু মারার যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনার পর বাকি গরু নিয়ে ব্যাপারীরা অন্য একটি ট্রলারে হাটে চলে গেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন