বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  22-10-2019 03:53PM


পিএনএস ডেস্ক: ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ স্লোগানে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল সার্কেলের আয়োজনে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদের সভাপতিত্বে নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম অজিয়র।

অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, বিআরটিএ বরিশাল সার্কেলের উপ-পরিচালক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা সড়ক নিরাপত্তা আইন মেনে সচেতনভাবে যানবাহন চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন