সরাইলে দাঙ্গা ভুলে হবে শান্তির জনপথ বলেন পুলিশ সুপার

  06-11-2019 05:22PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলাকে দাঙ্গা মাদক জুয়া বিভিন্ন ধরনের অপরাধ মুক্ত সমাজ গড়তে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটো ই ব্যাপারে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন থাকার জন্য উপজেলা অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত ।

অনুষ্ঠানে মাদক দাঙ্গা জুয়া না করার শপতকরেন অরুয়াইল ও পাকশিমুল ২ ইউনিয়নের শান্তিপ্রিয় সাধারণ মানুষ দাঙ্গা না করার লক্ষ্যে নিজ দায়িত্বে যার যার ঘরে দেশীয় অস্ত্র ছিল পুলিশ সুপারের কাছে এনে জমা দেন, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেছেন, দাঙ্গা মারামারি ভালো না। ইসলাম ধর্মে আছে, কারো কথায় যদি কেউ কষ্ট পাই, তাহলে গুনাহ হয়। সেক্ষেত্রে একজন মানুষ আরেকজন মানুষকে টেটা বল্লম দিয়ে আঘাত করা কি উচিত। তিনি আরো বলেন, অনেকে বলে সরাইল দাঙ্গা প্রবন এলাকা,আমার বিশ্বাস দাঙ্গা ভুলে সরাইল হবে শান্তির জনপদ, আপনাদের সহযোগি তায় আমরা সরাইলকে দাঙ্গামুক্ত করবো আপনাদেরকে সুখী করবো ইনশাল্লাহ।

আজ মঙ্গল বার (৫-নভেম্বর) বিকাল চারটায়দাঙ্গা মুক্ত সরাইল গড়ার লক্ষ্যে"অরুয়াইল ইউনিয়নের গ্রামবাসীর উদ্যোগে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটোর পরিকল্পনায় দেশীয় অস্ত্র সমর্পনও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান,সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ হাদাতহোসেনটিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি) মোহাম্মাদ আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মোঃ মকবুল হোসেন, অরুুয়াইল আব্দুল সাত্তার ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান, সহ-কারী পুলিশ সুপার মোঃ তারেক সিকান্দার, সরাইল থানা পরিদর্শক( তদন্ত) মোঃ নুরুল হক, এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন,অরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু তালেব মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্বা সাবেক চেয়ারম্যান মোঃ কুতুব উদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে কুরআন থেকে পাঠকরেন অএ কলেজের শিক্ষার্থী মোঃ তোফাজুল হোসেন ,পরে গ্রামবাসী শান্তির পক্ষে শপত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের হাতে অস্ত্র সোপর্দ করেন উপস্থিত এলাকাবাসী,এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ গণ, গণমাধ্যম ব্যক্তি,দুই ইউনিয়নের মুরব্বীগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান অরুয়াইল পুলিশ ফাঁড়ি নিয়ে যে সমস্যা দীর্ঘ দিন ধরে চলছে তা নিরশনে চার সদস্য কমিটি ঘটন করে দিয়েছেন ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন