আখাউড়ায় ট্রাক্টরের চাপায় আড়াই বছরের শিশু লাশ!

  13-01-2020 09:19PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলা আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া এলাকায় বালু বোঝাই ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শিশু নিহত হয়েছে। নিহত শিশু হোসেন (২.৫বছর)। মসজিদ পাড়ার মুসা মিয়ার ছেলে। সোমবার (১৩জানুয়ারি) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।হোসেনের বাবা মুসা মিয়া সাংবাদিকদের জানান, আমার ছেলে সকালে বাসা থেকে বের হয়ে পিঠার জন্য পাশের দোকানে গিয়েছিল পরে দেখি একটি বালু বোঝাই ট্রাক্টরের একটি চাকার নিচে আমার ছেলে পড়ে আছে। পরে ছেলে কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাবার সময় রাস্তায় আমার ছেলের মৃত্যু হয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মের্সাস আল মদিনা ট্রেডার্স এর একটি বালু বোঝাই ট্রাক্টর

দ্রুত গতিতে শহরের দিকে আসছিল। পথিমধ্যে ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, আখাউড়ায় ইতিমধ্যে অনেক তাজা প্রাণ ঘাতক ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়েছে। কিন্তু এ বিষয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করার পরও কোনো এক অজ্ঞাত কারণে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছে ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন