ভাই হত্যার দায়ে ফাঁসি

  14-01-2020 09:37PM

পিএনএস ডেস্ক : বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই জাহাঙ্গীর আলমকে (৫২) কুপিয়ে হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে কেতাব আলী (২৮) নামের আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ফাঁসির পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

সূত্র জানায়,আসামি কেতাব আলী চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের বিশারত আলী ওরফে বিশুর ছেলে। নিহত জাহাঙ্গীর আলম একই পিতার সন্তান হলেও কেতাবের সতভাই। মামলাটিতে আসামিপক্ষ আইনজীবী নিযুক্ত না করায় আদালতের নির্দেশে স্টেট ডিফেন্স হিসেবে মামলা পরিচালনা করেন আইনজীবী সাদরুল আমীন।

সরকারি আইনজীবী আঞ্জুমান আরা জানান, পেশায় ডিম বিক্রেতা জাহাঙ্গীর আলমকে ২০১৮ সালের ৩ মে রাতে কুপিয়ে হত্যা করে সতভাই কেতাব আলী। মনাকষা চৌধুরীপাড়া গ্রামের সড়কের উপর এ হত্যাকাণ্ড ঘটে। বসতবাড়ির জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেন নিহতের ছেলে অসিম আলী। মামলার একমাত্র আসামি কেতাব আলীকে পুলিশ গ্রেপ্তার করে দুদিন পর আদালতে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহতাব আলী ২০১৮ সালের ২৫ জুলাই আসামি কেতাব আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৭ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানির পর আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন