ডিমলায় টিউবওয়েল বিতরণ

  01-10-2020 08:34PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বিশুদ্ধ পানি সংকট নিরসন ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে জেলা পরিষদের আয়োজনে ধর্মীও ও শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের জীবনমান উন্নয়নে বিনা মূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়।

৩০ সেপ্টেম্বর দুপুরে নীলফামারী ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ মাঠে ২৫ টি পরিবারের মাঝে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

ইউপি সচিব সুবাস চন্দ্র রায়ের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, ৬নং নাউতারা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নুরুল হক, সমাজ বিশিষ্ট সেবক কাকড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক মমতাজ উদ্দিন।

সভায় বক্তাগণ বাংলাদেশ সরকারের নানামূখী উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রসংশা করেন এবং জনগণকে পাশে থাকার আহবান জানান।

উল্লেখ্য আলোচনা শেষে এলজিএসপি-৩ এর ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্জ বিতরন করা।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন