দুই সীমান্ত দিয়ে পালিয়ে এলো আরও ১১ বিজিপি সদস্য

  19-04-2024 09:27PM

পিএনএস ডেস্ক : সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হামলা থেকে বাঁচতে দুই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১১ সদস্য। এ নিয়ে গত কয়েক দিনে আশ্রয় নেয়া মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

শরীফুল ইসলাম জানান, নতুন করে আরও ১১ জন আশ্রয় গ্রহণ করেছে। তার মধ্যে জীম্বংখালী হয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি হয়ে ৮ জন বিজিপি সদস্য আসেন। এখন পর্যন্ত মোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে বলেও জানান তিনি।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন