পিএনএস ডেস্ক: ২০১৬ সালে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা সাইবার জগতের অন্যতম বড় দুর্নীতির উদাহরণ। এই চুরির ঘটনায় হাসিনা সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর যোগসাজশের অভিযোগ উঠেছে। তারা কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমানসহ অন্তত ১৩ কর্মকর্তার নাম তদন্ত থেকে বাদ দিতে সিআইডিকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ।
সুইফট সিস্টেম ব্যবহার করে এই অর্থ ফিলিপাইনের তিনটি ক্যাসিনোতে পাঠানো হয়। বাংলাদেশ ব্যাংক এই ঘটনা এক মাসেরও বেশি সময় গোপন রাখে। ৩৯ দিন পর মতিঝিল থানায় মামলা দায়ের করা হলেও সিআইডির তদন্তে শীর্ষ ব্যাংক কর্মকর্তাদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। কিন্তু সরকারের দুই মন্ত্রীর চাপের কারণে তদন্তে বাধা সৃষ্টি হয়।
তদন্তে আরও জানা যায়, ফিলিপাইনে বাংলাদেশ ব্যাংকের পরামর্শক এডিসন জভেল্লানোর মৃত্যুর ঘটনা গোপন রাখা হয়। এতে বিদেশি নাগরিকদের একটি রহস্যময় সম্পৃক্ততার আভাস মেলে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলার তদন্তে আগ্রহী থাকলেও সিআইডিকে প্রভাবিত করে তদন্তের গতিপথ বদলানো হয়।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এই চুরির ঘটনায় তাদের দক্ষতা প্রমাণের সুযোগ ছিল। কিন্তু সরকারি প্রভাবের কারণে সিআইডি তদন্ত চালায়, যা মামলাটিকে আরও জটিল করে তোলে। এ মামলার তদন্ত এখনও শেষ হয়নি, এবং অপরাধীরা আইনের আওতার বাইরে থাকার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই ঘটনা শুধু বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তায় ঝুঁকি তৈরি করেনি, বরং দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
রিজার্ভ চুরিতে হাসিনা সরকারের দুই মন্ত্রীর যোগসাজশের অভিযোগ
04-01-2025 12:25AM