পিএনএস ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান ছয় নেতাকে বহিষ্কার এবং তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দু'টি আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-আহ্বায়ক যোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান (কৌশিক), সদস্য আবদুল গাফফার ও আল ইমরান, রফিক জব্বার হলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আবদুল কাদের মারজুক এবং মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
অন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নিশাত আবদুল্লাহ, শামসুজ্জামান সায়েম এবং হাসিব বিন আবদুল হাইকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের এই তিন জনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বলেন, নিশাত আবদুল্লাহ ও শামসুজ্জামান সায়েম ছাত্রদলে অনুপ্রবেশকারী। হাসিব বিন আবদুল হাই ছাত্রদলের পদে আসতে চান না এমন দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাই তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জহির উদ্দিনকে আহ্বায়ক ও দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াসিম আহমেদকে সদস্য সচিব করে ১৭৭ সদস্যের নতুন কমিটিতে ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতিমূলক সভা ছিল।
ওই সভায় ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী পদ বঞ্চিতদের পদের দাবি এবং কমিটিতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের অনেক কর্মী স্থান পেয়েছেন, এমন অভিযোগ করে সভা বর্জন করে স্লোগান দিতে দিতে বের হয়ে যান। এক পর্যায়ে উত্তেজনা দেখা দেয় এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে মিলনায়তনের সেমিনার কক্ষের জানালার ভাঙচুর করা হয়। পরে সভাটি স্থগিত করা হয়।
এসএস
জাবি ছাত্রদলের ৬ জনকে বহিষ্কার, ৩ জনকে অব্যাহতি
17-01-2025 09:37PM