প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মাসুদ রানা

  08-01-2025 06:10PM

পিএনএস ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু তাহের মো. মাসুদ রানা। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

বুধবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর বিকেলে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন।

এর আগে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদকে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদকে গত ৩১ ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর উত্তর ছুটিকালীন সুবিধা পাবেন।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন