হাসনাতকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের 'ভুয়া ভুয়া' স্লোগান

  27-01-2025 02:01AM

পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যের (শিক্ষা) বাসভবন ঘেরাও করতে আসা ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ ঠেকাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে এসে ব্যর্থ হন তিনি। এসময় ঢাবি শিক্ষার্থীরা তার উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন৷

সোমবার (২৭ জানুয়ারি) পৌনে ১টার দিকে হাসনাত নিউ মার্কেটের ২ নম্বর গেটের সামনে ঢাবি শিক্ষার্থীদের অপেক্ষায় রেখে তিনি ৭ কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যান। তবে তিনি তাদের নাগালে পৌঁছাতে না পেরে ৫ মিনিট পরেই ফিরে আসেন। এ সময় পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে কিছুটা আহত হতে দেখা যায় তাকে।

সরেজমিনে দেখা যায়, নিউ মার্কেটের ২ নম্বর গেটের সামনে হাসনাতকে ঘিরে একদল শিক্ষার্থী ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ সময় তারা হাসনাতকে গালাগালি করতে থাকেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন