‘রক্তাক্ত কুয়েট’ হামলাকারিরা চিহ্নিত!

  22-02-2025 12:34AM

পিএনএস ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েটে) ১৮ ফেব্রুয়ারি সংগঠিত সংঘর্ষের ঘটনায় এখনও উত্তপ্ত ক্যাম্পাস। শিক্ষার্থীরা এখনো ৬ দফা দাবি আদায়ে অনড়। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ছাত্রকল্যাণ পরিচালকের অপসারণসহ ৬ দফা দাবি আদায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

কর্মসূচির ধারাবাহিকতায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজন করে ‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে ছবির প্রদর্শনী।

প্রদর্শনীতে শতাধিক ছবি স্থান পেয়েছে। প্রদর্শনীর এসব ছবিতে ফুটে উঠেছে বহিরাগতদের হামলায় আহত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও হামলাকারীদের ছবি। শুধু আহত এবং হামলাকারীদের ছবি নয়, প্রদর্শনীতে স্থান পেয়েছে সংঘর্ষ পরবর্তী শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলনের ছবিও।

শুক্রবার বিকালে ছবির প্রদর্শনীতে সরজমিনে গিয়ে দেখা যায় অনেক শিক্ষার্থী সহপাঠীদের রক্তাক্ত আহতদের ছবি দেখে আপ্লুত হয়ে পড়েন।

ছবির প্রদর্শনীতে আসা শিক্ষার্থীরা বলেন, “হামলার ঘটনা নিয়ে যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয়। তথাকথিত বহিরাগতরা যারা কুয়েটে ছাত্র রাজনীতি ঢোকানোর অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ছবিতে বহিরাগত বেশ কিছু হামলাকারীদের ছবি সংগ্রহ করে সেগুলো প্রদর্শিত হয়েছে।”

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “হামলার ঘটনায় থানায় মামলা হলেও হামলাকারীদের গ্রেপ্তারে কোন তৎপরতা দেখা যাচ্ছে না। দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র হাতে হামলাকারীরা এখনও ক্যাম্পাসের আশেপাশে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।”

শিক্ষার্থীরা সংগৃহীত হামলাকারীদের ছবি দেখে অতি দ্রুত তাদের গ্রেপ্তারের জের দাবি জানান।

হামলায় আহত একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “নিরস্ত্র নিরীহ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্রধারী বহিরাগত সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর ফলে শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন