পিএনএস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখনো চলছে। সংঘর্ষ শুরুর সাড়ে তিন ঘণ্টা পার হলেও এখনো সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া চলছেই। এতে এ পর্যন্ত উভয়পক্ষের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) দিনগত রাত পৌনে ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নীলক্ষেত মোড় এলাকায় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
নীলক্ষেত বই মার্কেটের সামনের রাস্তায় ঢাবি শিক্ষার্থীরা এবং নিউমার্কেট এলাকায় সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন। উভয়পক্ষের আহতের সঠিক সংখ্যা জানা না গেলেও তা ২০ জনের বেশি বলে নিশ্চিত করেছেন উভয়পক্ষের শিক্ষার্থীরা।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাবি ও ৭ কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে হঠাৎ নীলক্ষেত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পিএনএস/এএ
এখনো চলছে সাত কলেজ-ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২০
27-01-2025 02:16AM