শাকিবের চেয়েও বেশি শিক্ষিতের ব্যাখ্যা দিলেন জায়েদ

  09-12-2023 08:33PM

পিএনএস ডেস্ক: অভিনয়শিল্পীরা সাধারণত অভিনয় দিয়ে আলোচনায় থাকেন। তবে জায়েদ খান আলোচনায় থাকেন কথা দিয়ে। ভালো কথা কেউ শুনে না এবং দেখেও না। ভালো কথা কখনো ভাইরালও হয় না। নেতিবাচক প্রচার ছাড়া তারকা হওয়া খুব কঠিন। এমনই বক্তব্য জায়েদ খানের।

তবে এবার তিনি আলোচনায় এসেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে। সেটাকে কেন্দ্র করে শাকিব ভক্তদের তোপের মুখে পড়েছিলেন জায়েদ খান। তবে গতকাল শুক্রবার রাজধানীতে একটি মেলা উদ্বোধন শেষে শাকিব খানকে নিয়ে করা সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ খান।

এ সময় তিনি বলেন, “আমি কিন্তু শাকিব ভাইকে অসম্মান করিনি। শাকিব ভাই আমার চেয়ে অনেক বড় সুপারস্টার। বর্তমানে তার চেয়ে বড় সুপারস্টার এ দেশে আর কেউ নেই। সব ঠিক আছে। সঞ্চালক বলেছিলেন— জায়েদ খান ও শাকিব খানের মাঝে গুণের পার্থক্য কী? এর উত্তরে আমি বলেছিলাম— আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েননি। শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নেই। এটা ছাড়া আর কিছুই না।”

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন