ডিবি অফিসে নিপুনের ৫০ মিনিট!

  24-02-2024 01:15PM



পিএনএস ডেস্ক: ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত নাম নিপুন আক্তার। বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার পর থেকে টক অব দ্য কান্ট্রি তিনি।

অপু বিশ্বাস, তানজিন তিশা থেকে শুরু করে দীঘিসহ শোবিজের অনেক অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে যেতে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন নিপুন। দুপুর ৩টা নাগাদ ডিবি অফিসে পোঁছান তিনি। সেখান থেকে বের হন ৩টা ৫০ মিনিটে।

ডিবিতে নিপুনের যাওয়াকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের মধ্যে কৌতূহলের তৈরি হয়। নায়িকার সঙ্গে তারা কথাও বলতে চান। তবে বের হয়ে নিপুন জানান, ব্যক্তিগত কারণে তিনি সেখানে গেছেন। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।

এদিকে আসছে ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, হয়তো নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার না করতে পারে সে কারণেই ডিবিপ্রধানের সঙ্গে নিপুনের এই সাক্ষাৎ। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে ভোটযুদ্ধে অংশ নেবেন তিনি।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন