দেশের সম্পদ নষ্ট করা, লুটপাট থেকে বিরত থাকুন: বুবলী

  06-08-2024 01:01AM

পিএনএস ডেস্ক: শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি শুরু থেকেই সরব ছিলেন তারকারা। তবে আন্দোলনে বিজয়ের পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরে গভীর চিন্তার রেখা তাদের কপালে।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী নিজের ভেরিফায়েড পেজে লিখেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়তে প্রকৃত দেশপ্রেমিকদের যেমন সহযোগিতা করতে হবে, তেমনই দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে।

তিনি আরও লিখেছেন, প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি আনন্দ উদযাপন করুন, বিজয় উৎসব করুন। কিন্তু দেশের সম্পদ নষ্ট করা, লুটপাট করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, নিরীহ মানুষ হতাহতের ঘটনা থেকে বিরত থাকুন।

সবশেষে বুবলী লিখেছেন, একটি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা সবাই চলতে চাই। কারণ বাংলাদেশের মানুষ সর্বোপরি শান্তি চায়। এই বীর জেনারেশন সঠিকভাবেই দেশকে নির্দেশনা দেবে ইনশাআল্লাহ।

ভক্ত-অনুরাগীরা বুবলীর এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।

নাছির ইবনে ওয়াহাব নামে একজন লিখেছেন, আমার এক নতুন বাংলাদেশ গড়বো।

শারমিন আক্তার লিখেছেন, সুন্দর কথা।

মোহাম্মদ আলাউদ্দিন লিখেছেন, বুবলী আপু তোমাকে ধন্যবাদ, তুমি প্রথম থেকে ছিলে ছাত্রদের সঙ্গে ছিলে।

ফাতিন ইহসাস নামে আরেকজন লিখেছেন, ধন্যবাদ বুবলী, বরাবরই পাশে থাকার জন্য।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন