আন্দোলনে বিজয়ের পর যা বললেন তিন অভিনেত্রী

  06-08-2024 11:27AM

পিএনএস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনস্রোতে বহু প্রাণহানি ও রক্তেপাতের পর ছাত্র-জনতার একদফা দাবির মুখে পদত্যাগ করেছে শেখ হাসিনার সরকার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষের মতো শুরু থেকেই সরব ছিলেন অনেক শোবিজ তারকারা। অনেকেই বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে তখনই তাদের মত প্রকাশ করেছেন। কেউ কেউ আবার স্বশরীরে রাজপথে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন মিছিলের জনস্রোতে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ের পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর ও সহিংসতার আশঙ্কায় যখন গভীর চিন্তার রেখা ফুটে উঠেছে সচেতন মানুষের অবয়বে। তখনই আবার যেন মুখ খুললেন তারকারা। এর মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও শবনম বুবলী। এছাড়াও এই তালিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এই প্রতবেদনে জানা যাবে অভিনেত্রীরা কি লিখে তাদের অনুভূতি প্রকাশ করেছেন-

পরীমণি:

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, `শান্তি চাই। লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দ্বায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না।‘ নায়িকার এমন পোস্টে সাড়া দিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তার ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, ‘অনেক সুন্দর কথা বলেছেন।’আবার অনেকেই তার সাথে একমত প্রকাশ করেছেন মন্তব্যের ঘরে।

শবনম বুবলী:

দেশবাসীকে অনুরোধ করে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় আরেক অভিনেত্রী শবনম বুবলী সামাজিক মাধ্যমে লিখেছেন, `প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি আনন্দ উদযাপন করুন, বিজয় উৎসব করুন। কিন্তু দেশের সম্পদ নষ্ট করা, লুটপাট করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, নিরীহ মানুষ হতাহতের ঘটনা থেকে বিরত থাকুন।

‘ঐ পেস্টে অভিনেত্রী আরো লিখেছেন, `স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়তে প্রকৃত দেশপ্রেমিকদের যেমন সহযোগিতা করতে হবে, তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে।‘ সবশেষে নায়িকা লিখেন, `একটি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা সবাই চলতে চাই। কারণ বাংলাদেশের মানুষ সর্বোপরি শান্তি চায়। এই বীর জেনারেশন সঠিকভাবেই দেশকে নির্দেশনা দেবে ইনশাআল্লাহ।‘

নায়িকার এমন আহ্বানে সাড়া দিয়ে তার ভক্ত-অনুরাগীরা তার পোস্টে মন্তব্য করে নিজেদের মনেরভাব জানিয়েছেন। এদর মধ্যে মোহাম্মদ আলাউদ্দিন নামে এক ভক্ত লিখেছেন, ‘বুবলী আপু তোমাকে ধন্যবাদ, তুমি প্রথম থেকে ছিলে ছাত্রদের সঙ্গে ছিলে।’

শবনম ফারিয়া:

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আগেই সংহতি জানিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে সোমবার (৫ আগস্ট) এই আন্দোলনে জয়লাভ করেছে ছাত্র জনতা। বহু রক্তে অর্জিত এই বিজয়ে রাজপথে উল্লাস প্রকাশ করছেন সাধারণ মানুষ। এসময় ঘরে বসে থাকতে পারেননি শবনম ফারিয়াও। ছুটে গেছেন রাজধানীর শাহবাগ। রাজপথে দাঁড়িয়ে সেলফি তুলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেত্রী।

এই বিজয়ের দিন অভিনেত্রীর জীবনের সবচেয়ে আনন্দের দিন জানিয়ে সামাজিক মাধ্যমে ফারিয়া লিখেছেন, অনেকদিন পর ছবি আপলোড করলাম! এই ইতিহাসের সাক্ষী হতে পেরে আমি ধন্য! ধন্যবাদ ছাত্রদের, আমাদের ছোট ভাই বোনদের, আজকের এই আনন্দ উপভোগ করার সুযোগ করে দেওয়ায় জন্য! আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আজ।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন