পিএনএস ডেস্ক: নতুন করে সাত সদস্য নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবরণীতে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান। সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান।
কমিটিতে অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস এবং শব্দ সম্পাদক নাহিদ মাসুদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই আপিল কমিটির মেয়াদ প্রজ্ঞাপনের তারিখ হতে আগামী দুই বছর। এই কমিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্তে সংক্ষুব্ধ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করবে।
এই প্রজ্ঞাপন জারির ফলে চলতি বছরের ২৮ মার্চ প্রকাশিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ১২৭ নম্বর প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।
এসএস
নতুন করে ৭ সদস্যের চলচ্চিত্র সার্টিফিকেশন কমিটি গঠন
08-10-2024 09:34AM