পিএনএস ডেস্ক: অভিনেত্রী মনিরা আক্তার মিঠু,টেলিভিশন নাটক ছাড়াও নিয়মিত কাজ করছেন চলচ্চিত্র ও ওটিটি মাধ্যমেও। মা কিংবা ভাবিদের চরিত্রে নির্মাতাদের ভরসার জায়গায় মনিরা মিঠু থাকেন তালিকার শীর্ষে। ২২ বছরে ধরে অভিনয় করা এই অভিনেত্রীর যাত্রা শুরু হয়েছিল নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে।
সুনিপুণ অভিনয় দিয়ে দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মনিরা আক্তার মিঠু। অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। বিভিন্ন সময় নানান ইস্যুতে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় সোমবার (১১ নভেম্বর) তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে এই অভিনেত্রী লিখেন, ‘ভোরে বাড়ি ফিরলাম। মইরা গেলে বুঝবা বাপধনেরা, কী হারাইলা। ১৩ বছর শেষ ,এখনো কিন্তু অভিনেতা চ্যালেঞ্জারের বিকল্প পাও নাই।’
তার সেই পোস্টে অনেকেই সহমত পোষণ করে মন্তব্যের ঘরে লিখেছেন, চ্যালেঞ্জার আর জন্ম নেবে না এই দেশে কখনো।
রাজু খান নামে একজন লিখেছেন, আমার সৌভাগ্য। চ্যালেঞ্জার ভাই আমার নির্দেশনায় অনেকগুলো কাজ করেছেন। সিরিয়াল করেছেন ২টা। সত্যি আপা চ্যালেঞ্জার ভাইয়ের মতো ভালো অভিনেতা, ভালো মানুষ পাওয়া যায় না।আল্লাহ ভাই কে জান্নাত দান করুন। আমিন।
অভিনেত্রী এলিনা শাম্মী লিখেছেন, আপা, আল্লাহ তায়ালা সুস্থতার সঙ্গে অনেক বছর বাঁচিয়ে রাখুন।
প্রসঙ্গত, ওপেনটি বায়োস্কোপ নাটকের একটি চরিত্রের জন্য হুমায়ূন আহমেদ নতুন মুখ খুঁজছিলেন। এই নতুন মুখ সন্ধানের দায়িত্ব পরে মিঠুর বড় ভাই চ্যালেঞ্জারের ওপর। লাজুক মিঠুর কথা তিনিই প্রথম হুমায়ূন আহমেদকে বলেন। সেই থেকে শুরু, এরপর থেকেই নিয়মিত কাজ করে চলছেন তিনি।
পিএনএস/রাশেদুল আলম
মইরা গেলে বুঝবা বাপধনেরা কী হারাইলা: অভিনেত্রী মনিরা
11-11-2024 07:29PM