পিএনএস ডেস্ক: ঈদ মানেই সিনেমা হলে দর্শকদের ভিড়। যদি শাকিব খানের সিনেমা মুক্তি পায়, তাহলে তো কথাই নেই। বাড়তি উন্মাদনা যোগ হয় দর্শক হৃদয়ে। প্রতি ঈদেই ভক্তদের জন্য সিনেমা নিয়ে আসেন শাকিব। সেই ধারাবাহিকতায় আগামী ঈদেও আসছে শাকিবের সিনেমা।
গত ঈদে মুক্তি পেয়েছিল শাকিব-রায়হান রাফীর সিনেমা ‘তুফান’। সিনেমাটি মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে দেশ ও দেশের বাইরে। আগামী ঈদুল আজহায় আসছে তাদের নতুন সিনেমা ‘তাণ্ডব’।
শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।
তিনি বলেন, গতকাল নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে। যেটির নাম ‘তাণ্ডব’। সিনেমাটি নির্মাণ করবেন রাফী। তবে এ প্রসঙ্গে এখনই কিছু জানাতে নারাজ এই নির্মাতা।
জানা গেছে, ফুল ফ্লেজড অ্যাকশনধর্মী সিনেমা ‘তাণ্ডব’। এটি প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। আসছে ঈদুল আজহায় এই সিনেমার মাধ্যমে শাকিব আবারও পর্দা মাতাবেন, এমন ধারণাই করছেন দর্শকেরা।
পিএনএস/এএ
ফের একসঙ্গে শাকিব–রাফী, ঈদে আসছে 'তাণ্ডব'
01-12-2024 07:01PM