অ্যাঞ্জেল নুরের গানে মুগ্ধতা প্রকাশ করলেন অরিজিৎ সিং

  27-02-2025 06:12PM

নিজস্ব প্রতিবেদক: ‘যদি আবার, দেখা হয় তোমার- আমার’ কথার একটি গান নিয়ে বেশ কিছুদিন ধরে মজেছেন নেটিজেনরা। গানটি গেয়েছেন অ্যাঞ্জেল নুর নামের এক তরুণ গায়ক। এবার সেই গান শুনেই মুগ্ধতা প্রকাশ করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।

সম্প্রতি নুরের ‘যদি আবার’ শিরোনামের সেই গান নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন অরিজিৎ; সঙ্গে লিখেছেন, ‘কী দারুণ গান!’

অরিজিতের এমন প্রশংসা রীতিমতো অবাক করে তোলে নুরকে; যেন বিশ্বাসই করতে পারছিলেন না ব্যাপারটি। সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে নুর লেখেন, ‘বিশ্বাসই করতে পারছি না, অরিজিৎ সিং! এখন আমি কাঁদব।’

নুরের এই পোস্টের পর তার ভক্ত- অনুরাগীরাও আপ্লুত। অনেকে শুভকামনাও জানিয়েছেন এই উঠতি গায়ককে। এদিকে নুরের গানটি নিয়ে অরিজিতের নানা ফ্যান গ্রুপেও চলছে আলোচনা। ইতোমধ্যে ওপার বাংলার অনেক শ্রোতাদেরও মন জয় করেছে গানটি।

জানা গেছে, ‘যদি আবার’ গানটি নুরেরই লেখা ও সুর করা। সম্প্রতি সামাজিক মাধ্যমে গানটির একটি কাভার গান প্রকাশ করেন তিনি; আর সেখান থেকেই গানটি ভাইরাল।

আদতে গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ২০২৪ সালের ১৪ জানুয়ারি। নুরের এই গানটি ইতোমধ্যে দুই মিলিয়ন ভিউজ তুলে নিয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন