ঝগড়া শেষ, এখন থেকে হাতাহাতি হবে: নিশো

  01-03-2025 07:03PM

নিজস্ব প্রতিবেদক: সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) 'দাগি' সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হয়েছে। আফরান নিশো-তমা মির্জা অভিনীত এই সিনেমার পরিচালক শিহাব শাহীন ফেসবুকে ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকী কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, 'ভি' চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র‍্যাপ আপ’! এরপর নিশো মজা করে বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!’

'দাগি' সিনেমা নিয়ে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, শিহাব শাহীন 'দাগি' সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছে এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আফরান নিশো। একটি ভালো গল্পনির্ভর চলচ্চিত্র হিসেবে দাগি'র নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি, 'দাগি' পরিচালক শিহাব শাহিনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। দাগি'র পুরো টিম এই সিনেমার জন্য বেস্ট এফোর্ট দিয়েছে যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে দাগি'র পাশাপাশি অনেক সিনেমা আসছে সবার জন্য আমার শুভকামনা।

তিনি আরও বলেন, দাগি নিয়ে আমি একদমই চিন্তিত নই কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মত পরিক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মত অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হওয়ার কিছু নেই।

বলা প্রয়োজন, গত বছরের ডিসেম্বর মাসে 'দাগি' সিনেমার শুটিং শুরু হয়। সে সময় আফরান নিশো বলেছিলেন, ‘আমি সবসময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে 'দাগি'র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।’

আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত 'সুড়ঙ্গ'। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো ও তমা জুটির দ্বিতীয় সিনেমা ''দাগি'।

'দাগি' সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন